Wednesday, March 12, 2025
Latest Newsদেশফিচার নিউজ

কৃষকের ছবি ব্যবহার করে মিথ্যাচার বিজেপির, পোস্টারে থাকা কৃষকের আছে ২০০ বিঘা জমি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কংগ্রেসশাসিত রাজস্থানে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। নির্বাচনে নিজেদের এগিয়ে রাখতে রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে নানান অভিযোগ তুলছে। পরিস্থিতি নিজেদের আয়ত্বে রাখতে ‛সহ্য করবে না রাজস্থান’ অভিযান চালাচ্ছে বিজেপি। এই অভিযানে কংগ্রেসকে কাঠগড়ায় তুলে একটি পোস্টার প্রকাশ করেছে বিজেপি। সেই পোস্টার প্রচারের পর নিজেরাই বিপাকে পড়েছে পদ্ম শিবির।

সম্প্রতি বিজেপির তরফে একটি পোস্টার প্রকাশ করে দাবি করা হয়, রাজ্যে ১৯ হাজারের বেশি কৃষকের জমি নিলাম হয়েছে। ওই পোস্টারে যে কৃষকের ছবি ব্যবহার করা হয়েছে, খোদ সেই কৃষক বিজেপির বিরুদ্ধে মুখ খুলেছেন। ওই কৃষক পোস্টার নিয়ে আপত্তি জানানোর পাশাপাশি বিজেপি তাঁকে বদনাম করেছে বলেও অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, “আমার উপর কোনও ঋণ নেই, আর না আমার কোনও জমি নিলাম হয়েছে। আমি নিজে ২০০ বিঘা জমির মালিক। আমার বিনা অনুমতিতে ওই ছবি ব্যবহার করা হয়েছে।”

Leave a Reply

error: Content is protected !!