দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে কৃষি আইনের বিরুদ্ধে চলছে তীব্র প্রতিবাদ। বিজেপি সরকারের প্রতি চাষিদের ক্ষোভ এতোটাই জমেছে যে তার স্বতঃস্ফূর্তভাবে বহিঃপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর দিয়ে। দশেরায় রাবণ-দহনে কুশপুতুলে মোদীর মুখ! কৃষি আইনের বিরুদ্ধে এমনই বেনজির প্রতিবাদ দেখাল চাষিরা। আর এতেই শুরু হয়েছে বিতর্ক।
রবিবার পঞ্জাব, হরিয়ানার বিভিন্ন এলাকায় ভারতীয় কিষাণ ইউনিয়ন ও অন্যান্য কৃষক সংগঠন মোদীর ছবি বসানো রাবণের কুশপুতুল দাহ করে। তাদের যুক্তি, কৃষি আইনের বিরুদ্ধেই এই প্রতিবাদ। যাতে সামিল হয়েছে সব জায়গার সব শ্রেণির মানুষ। মোদী ছাড়া রাবণের অন্যান্য মাথার জায়গায় কোথাও অমিত শাহ, কোথাও অম্বানি, আদানিদের ছবি। কৃষি আইন এনে মোদী সরকার যে সব শিল্পপতিদের সুবিধে করে দিয়েছে, এই অভিযোগেই এই অভিনব রাবণ-দহন।
এই নিয়ে শুরু হয়েছে রাজনীতির তর্কবিতর্ক। এই ঘটনায় কংগ্রেস-সহ বিরোধী নেতাদের বক্তব্য, এটি চাষিদের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ। গেরুয়া শিবিরের অভিযোগ এর পিছনে হাত আছে কংগ্রেস সহ বিরোধীদেরই। বিজেপির অভিযোগ, কংগ্রেসই এই কাজ করিয়েছে। বিজেপি নেতা রাজ্যবর্ধন সিংহ রাঠোরের মতে, বিরোধী আসনে থাকতে হওয়ায় কংগ্রেসের হতাশা প্রকাশিত হচ্ছে।