Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

কৃষকরা জঙ্গি-চোর-ডাকাত, চিকেন বিরিয়ানি খেয়ে বার্ড ফ্লু ছড়াচ্ছে, বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়কের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিতর্ক যেন বিজেপির রক্তের কোনায় কোনায় মিশে। বিতর্কিত মন্তব্য করা যেন গেরুয়া শিবিরের অভ্যাসে পরিণত হয়েছে। কৃষক আন্দোলন নিয়ে অস্বস্তিতে কেন্দ্রের বিজেপি সরকার। অনড় কৃষকদের কিছুতেই বাগে আনতে পারছেনা মোদী সরকার। যার ফলে কৃষকদের সম্পর্কে বিরেকিত মন্তব্য করেই চলেছে বিজেপি নেতা নেত্রীরা। কখনও ‘‌খলিস্তানি’‌, কখনও ‘‌সন্ত্রাসবাদী–মাওবাদী’‌ তকমা দিয়ে কৃষক আন্দোলনকে নানাভাবে দমানোর চেষ্টা হয়েছে। চিকেন বিরিয়ানি খেয়ে কৃষকরা বার্ড ফ্লু ছড়াচ্ছেন, এবার এমনটাই বিতর্কিত মন্তব্য করলেন রাজস্থানের বিজেপি বিধায়ক মদন দিলাওয়ার। বিধায়কের এমন মন্তব্য নিয়ে চতুর্দিকে চলছে জোর চর্চা।

মদন দিলাওয়ার নানাভাবে কৃষকদের কটাক্ষ করেন। তাঁর দাবি, “কৃষকরা বিরিয়ানি খাচ্ছেন। কাজু বাদাম খাচ্ছেন। তাঁরা আন্দোলনের মাঝে বেশ জমিয়ে পেটপুজো করছেন। আমার মনে আন্দোলনরত কৃষকদের মধ্যে অনেকেই জঙ্গি, চোর, ডাকাত রয়েছে। তারা প্রকৃত কৃষকদের শত্রু। যদি সরকার আন্দোলনরতদের জোর করে কিংবা বুঝিয়ে হঠাতে না পারে তবে দেশের বড়সড় ক্ষতি হবে।”

করোনা এখনও নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যেই কেন্দ্রের চাপ বাড়িয়েছে বার্ড ফ্লু । কেরল, মধ্যপ্রদেশ, রাজস্থান, হিমাচলপ্রদেশ, রাজস্থানে হাঁস, মুরগি, পাখির মৃত্যুর হিড়িক লেগেছে। সেই প্রসঙ্গ টেনে বিজেপি বিধায়কের দাবি, এসবই নাকি আন্দোলনরত কৃষকদের চক্রান্ত। তাঁরাই নাকি মুরগির মাংসের বিরিয়ানি খেয়ে বার্ড ফ্লু ছড়াচ্ছেন।

 

Leave a Reply

error: Content is protected !!