Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

কৃষকদের ‘জঙ্গি’, ‘সন্ত্রাসবাদী’ বলে আক্রমণ, মোদী ঘনিষ্ঠ কঙ্গনার বিরুদ্ধে মামলা দায়ের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিজেপি কিংবা মোদী সরকারের কেউ বিরোধিতা করলেই তাকে ‘জঙ্গি’, ‘সন্ত্রাসবাদী’ তকমা দেওয়া অভ্যাসে পরিণত হয়েছে গেরুয়া নেতা কিংবা তাদের ঘনিষ্ঠ ব্যক্তিদের। আগেও একাধিকবার বিদ্বেষী ও আলটপকা মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ তথা বিজেপি ঘনিষ্ঠ কঙ্গনা রানাউত। হিন্দুত্বের ঝাঁসির রানি বলে দাবি করা এই কঙ্গনার বিরুদ্ধে ফের মামলা দায়ের করা হল।

কৃষকদের ‘জঙ্গি’, ‘সন্ত্রাসবাদী’ বলার জেরেই কঙ্গনার বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ। হর্ষবর্ধন পাটিল নামে কর্ণাটকের এক আইনজীবী কঙ্গনার বিরুদ্ধে দায়ের করেন অভিযোগ। কর্ণাটকের ওই আইনজীবী বলেন, ‘জঙ্গি’, ‘সন্ত্রাসবাদী’ তকমা দিয়ে কৃষকদের অপমান করেছেন কঙ্গনা। শুধু তাই নয়, আন্দোলন নিয়ে একের পর এক আলটপকা মন্তব্য করে কঙ্গনা কৃষকদের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছেন বলেও মন্তব্য করেন ওই আইনজীবী।

কৃষক আন্দোলন নিয়ে সম্প্রতি টুইট করেন মার্কিন পপ তারকা রিহানা। যেখানে কৃষক আন্দোলনের ছবি টুইট করে রিহানা বলেন, ‘আমরা কেন এই বিষয়ে কথা বলছি না?’ এমনকী রিহানার ওই টুইটের প্রেক্ষিতে কঙ্গনা বলেন, যাঁরা আন্দোলন করছেন, তাঁরা কেউ কৃষক নন। যাঁরা আন্দোলন করছেন, তাঁদের ‘জঙ্গি’, ‘সন্ত্রাসবাদী’ বলে দাবি করেন কঙ্গনা। রিহানার টুইটের প্রেক্ষিতে বলিউড কুইনের রিটুইট প্রকাশ্যে আসতেই জোরদার শোরগোল শুরু হয়ে যায়। কঙ্গনা কীভানে কৃষকদের বিরুদ্ধে মন্তব্য করে তাঁদের জঙ্গি বলে দাগিয়ে দিলেন, তা নিয়ে তোলা হয় প্রশ্ন।

 

 

Leave a Reply

error: Content is protected !!