দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হস্তক্ষেপ করলে ৫ মিনিটে কৃষকদের সঙ্গে সরকারের অচলাবস্থা কেটে যাবে। মিটে যাবে বিক্ষোভ। এমনটাই মনে করছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত।
তাঁর মতে, ‘‘যদি সরকার ইচ্ছা করে তা হলে ৩০ মিনিটের মধ্যে কৃষকদের সঙ্গে বসে ইস্যুটি মেটাতে পারে।’’ পরামর্শ দেওয়ার সুরেই তিনি বলেছেন, ‘‘যদি প্রধানমন্ত্রী এই বিষয়ে হস্তক্ষেপ করেন তা হলে ৫ মিনিটেই বিষয়টি মিটে যাবে।’’