Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ব্রেকিং নিউজ: হরিয়ানায় মার খাওয়ার পরে মারা গেলেন কৃষক! বেধড়ক পিটিয়েছিল পুলিশ

হরিয়ানা, ৩০ আগস্ট: হরিয়ানায় পুলিশের হাতে মুখে মার খাওয়া সেই আন্দোলনকারী কৃষক মারা গেলেন! কৃষকনেতা গুরনাম সিং চাদুনি জানিয়েছেন, হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। চিকিৎসা চলাকালীন হার্ট অ্যাটাক হয় প্রহৃত কৃষক সুশীল কাজলের।

গতকাল অভিযোগ ওঠে, হরিয়ানার বিজেপি প্রধান ও পি ধনকরের কনভয় থামাতে চেষ্টা করেছিলেন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকরা। পুলিশ তাঁদের ওপরে লাঠিচার্জ করে। এরপর ক্রুদ্ধ কৃষকরা হরিয়ানার বেশ কয়েকটি রাস্তা অবরোধ করেন।

 

Leave a Reply

error: Content is protected !!