Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

বিতর্কিত কৃষি বিল নিয়ে পাঞ্জাবে কেন্দ্র-কৃষক বৈঠক ব্যর্থ, বিল ছিঁড়ে প্রতিবাদ কৃষকদের

ছবি- প্রতীকী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিতর্কিত কৃষি বিল নিয়ে রীতিমতো চাপে রয়েছে কেন্দ্রের মোদী সরকার। যদিও কৃষি বিলে সই করে ফেলেছেন রাষ্ট্রপতি এবং তা আইনে পরিণত হয়েছে। কিন্তু কৃষি বিল নিয়ে পিছু হঠতে নারাজ কৃষকরা। তাদের দাবি এই বিল কৃষক বিরোধী। বিতর্কিত কৃষি বিল নিয়ে কৃষকদের সঙ্গে কেন্দ্রের বৈঠক খোদ কৃষিমন্ত্রীই নেই!‌ বৈঠকে কেন্দ্রের কৃষি বিল ছিঁড়ে প্রতিবাদ করল কৃষক সংগঠনের ৩০ সদস্যের একটি দল‌। কেন্দ্রের ডাকেই বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছিল একধিক কৃষক সংগঠন। কৃষকদের ওই দল বৈঠকে গিয়ে দেখে, উপস্থিত নেই কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার। রয়েছেন কৃষি মন্ত্রকের সচিব। সঙ্গে সঙ্গে তাঁরা বৈঠক বয়কটের ডাক দেন এবং জানিয়ে দেন, ‘‌কালো’ কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জারি থাকবে।

একজন কৃষক ‌নেতা সংবাদ সংস্থা এএনআই–কে জানান, ‘‌আজকের বৈঠকে আমার সন্তুষ্ট নই। তাই বেরিয়ে এলাম। কালো আইন বাতিল চাই আমরা। আমাদের দাবি–দাওয়া মন্ত্রীকে জানাবেন, একথা বলেছে সচিব। মন্ত্রী বৈঠকে ছিলেন না বলেই বয়কট করা হয়েছে।’‌

 

Leave a Reply

error: Content is protected !!