দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের কৃষক বিরোধী আইনের বিরুদ্ধে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে সিঙ্ঘু সীমান্তে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন দেশের কৃষকরা। একাধিকবার কৃষক-কেন্দ্র বৈঠক হওয়ার পরেও কোনো সমাধান মেলেনি। সুবিচার পাওয়ার আশায় কৃষকরা। এদিকে বাংলায় বিজেপি এলে বাংলার কৃষকদের সুবিচার দেওয়ার কথা বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা।
এদিন কাটোয়া সভায় নাড্ডা বক্তৃতা দিতে গিয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন। সমালোচনা করতে গিয়ে তিনি ফের তুলে আনেন প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধির কথা। ওই প্রকল্প বাংলায় চালু করতে না দেওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরে করছে বিজেপি। তিনি বলেন, বাংলায় বিজেপির সরকার এলে কৃষকের জন্য লড়বে। কৃষককে সুবিচার পাইয়ে দেবে।