দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কৃষক আন্দোলন নিয়ে টুইট করে হইচই ফেলে দেন পপস্টার রিহানা, পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ, মিয়া খলিফারা। এরপরই মোদী সরকারের হয়ে একের পর এক টুইট করেন বিজেপি ঘনিষ্ঠ বলিউড অভিনেতা থেকে ক্রীড়াবিদরা। সেই তালিকায় অন্যতম শচীন তেন্ডুলকর, লতা-অক্ষয়রা। এবার এই ইস্যুতে শচীন তেন্ডুলকর, অক্ষয় কুমার, লতা মঙ্গেশকরদের টুইট নিয়ে তদন্তের নির্দেশ দিলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।
জানা যাচ্ছে, সেলেবদের টুইটের নেপথ্য কোনও চাপ ছিল কিনা তা খতিয়ে দেখা হবে। সে রাজ্যের গোয়েন্দা বিভাগের কাঁধে তদন্তভার দেওয়া হয়েছে। ওই সেলেবরা প্রায় একসময়ে প্রায় একই কথা টুইট করেছেন। ফলে, তাঁরা সংঘবদ্ধভাবে টুইট করেছেন কিনা খতিয়ে দেখা হবে বলে খবর। এই প্রসঙ্গে সংবাদসংস্থাকে কংগ্রেসের শচীন সাওয়ান্ত বলেন, ‘যদি কোনও ব্যক্তি বা কোনও সেলেব্রিটি নিজেদের মত প্রকাশ করেন, তাহলে কিছু বলার নেই। কিন্তু, সন্দেহ রয়েছে, এর পিছনে বিজেপির হাত রয়েছে। একই ধরনের শব্দ টুইটগুলিতে ব্যবহার করা হয়েছে’।