দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে কাশ্মীরের পরিস্থিতি! পাবলিক সেফটি অ্যাক্টে ফারুক আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিতর্কিত এই আইন অনুযায়ী কোনও ব্যক্তিকে অভিযোগ ছাড়াই দুই বছরের বেশি সময় ধরে আটকে রাখা যায়।
গত ৫ আগস্ট থেকে গৃহবন্দি আছেন ফারুক। তার এই বন্দিদশা কেন অবৈধ ঘোষণা করা হবে না; তা জানতে চেয়ে সুপ্রিমকোর্টে আবেদন করেছিলেন তামিলনাড়ুর এমডিএমকে নেতা ভাইকো।
সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস এ বোবদে এবং বিচারপতি এস এ নাজিরের বেঞ্চে শুনানি শুরু হলে কেন্দ্র ও জম্মু-কাশ্মীর প্রশাসনকে এ বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন। সোমবার যখন এই আবেদনের শুনানি শুরু হয়, ঠিক তার কিছুক্ষণ পর ফারুক আব্দুল্লাহকে বিতর্কিত পাবলিক সেফটি আইনে গ্রেফতার দেখায় স্থানীয় প্রশাসন।
সোমবার তাকে কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে তার বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে। কাশ্মীর পুলিশের জ্যেষ্ঠ কর্মকতৃা মুনির খান বলেন, আমরা তাকে গ্রেফতার করেছি। তাকে কতদিন গ্রেফতার দেখানো হবে; সেবিষয়ে গঠিত একটি কমিটি সিদ্ধান্ত নেবে।