দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: গত বছর মোদী সরকার জম্মু–কাশ্মীরের বিশেষ অধিকার ৩৭০ ধারা রদ করে দেয়। তার পর সমস্ত প্রাক্তন মুখ্যমন্ত্রীদের আটক করা হয়। একে একে সবাই মুক্তি পেলেও বাকি থেকে যায় মেহবুবা মুফতি। সম্প্রতি তিনিও মুক্তি পেয়েছেন। এবার উপত্যকায় ৩৭০ ধারা ফেরাতে মহাজোট গড়ার ডাক দিলেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লা ও পিপলস্ ডেমোক্র্যাটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতি। বৃহস্পতিবার এনসি নেতার বাড়িতে গুপকার ঘোষণাপত্র নিয়ে বৈঠকে হাজির ছিলেন সদ্য মুক্তি পাওয়া মেহবুবা মুফতি।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বৈঠকে ফারুক আবদুল্লা বলেন, ‘‘এই জোটের নাম দেওয়া হয়েছে, ‘গুপকার ঘোষণাপত্রের লক্ষ্যে মানুষের জোট’। এটা সাংবিধানিক লড়াই। ২০১৯–এর ৫ আগস্টের আগে এখানকার মানুষকে যে বিশেষ অধিকার দেওয়া হত, ভারত সরকারকে তা ফিরিয়ে দিতে হবে। ’’ গত ১৩ অক্টোবর বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর মেহবুবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক ও ওমর আবদুল্লা।