Saturday, March 15, 2025
Latest Newsদেশফিচার নিউজ

শান্তি পেল মেয়েটা – গুলি করে ধর্ষকদের মারার জন্য পুলিশের কাছে কৃতজ্ঞ প্রিয়াঙ্কার বাবা

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এনকাউন্টারে চার ধর্ষক খুন হওয়ার খবর শুনে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন নির্যাতিতা ও নিহত তরুণীর বাবা। তিনি জানিয়েছেন, ঘটনায় শান্তি পেয়েছেন তিনি। তিনি বলেন, ‛দশ দিন হয়ে গেল আমার মেয়েটা চলে গেছে। তার পরে শাস্তি হল ওর অপরাধীদের। সরকার ও পুলিশের কাছে আমরা কৃতজ্ঞ। এবার নিশ্চয় শান্তি পাবে আমার মেয়েটা।’

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

আজ সাতসকালে পুলিশের গুলিতে খতম হয়েছে হায়দরাবাদের চার ধর্ষক। তদন্ত চলাকালীন পুলিশি এনকাউন্টারের মুখে পড়ে তারা। খবর ছড়িয়ে পড়ে আগুনের মতো। হায়দরাবাদ পুলিশের প্রশংসায় পঞ্চমুখ সকলে। হায়দরাবাদের পুলিশ কমিশনার ভিসি সাজ্জানার জানিয়েছেন, পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টা করে চার অভিযুক্ত। তখনই গুলি করে মারা হয় তাদের।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!