Sunday, September 8, 2024
খেলা

বদলে যাচ্ছে ঐতিহাসিক ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম, হবে অরুণ জেটলি স্টেডিয়াম

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : কোটলা শব্দটির অর্থ হচ্ছে দুর্গ। ইডেন গার্ডেনের পর দেশের সবচেয়ে পুরাতন স্টেডিয়াম হচ্ছে ফিরোজ শাহ কোটলা। ইতিহাসসমৃদ্ধ সেই ঐতিহাসিক স্টেডিয়ামের নামও এবার বদলে ফেলছে মোদী সরকার। সদ্য প্রয়াত বিজেপি নেতা, প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির নামেই ফিরোজ শাহ কোটলার নাম রাখা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)।

সম্প্রতি মৃত্যুবরণ করেন অরুণ জেটলি। তার মৃত্যুর পরেই ডিডিসিএ সিদ্ধান্ত নিয়েছিল, ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে, সংস্থাটির প্রাক্তন সভাপতি অরুণ জেটলির নামে করার। সে সিদ্ধান্ত অনুযায়ী ঘোষণা করা হলো এই পরিবর্তনের কথা। আগামী ১২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ফিরোজ শাহ কোটলার নাম পরিবর্তন হয়ে করা হবে অরুণ জেটলি স্টেডিয়াম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেই স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করা হবে বিরাট কোহলির নামে।

Leave a Reply

error: Content is protected !!