দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আজই নন্দীগ্রাম কেন্দ্রের জন্য আজই মনোনয়ন পত্র জমা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। হলদিয়ায় প্রশাসনিক ভবনে মনোনয়ন পত্র জমা দেবেন তিনি। গতকালই নন্দীগ্রামে কর্মিসভা করেছেন তিনি। সেখানে ঘর ভাড়া নিয়েছেন মমতা। ঘরের মেয়ে হয়ে সোনাচূড়ায় বাসুলি মন্দিরে পুজো িদয়েছেন।নন্দীগ্রাম বাজারে চায়ের দোকানে চা বানিয়ে গ্রামবাসীদের চা বিতরণ করেছেন মমতা।
নন্দীগ্রাম থেকে এবার প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিপক্ষ বিজেপির শুভেন্দু অধিকারী। মঙ্গলবারেই নন্দীগ্রামে পৌঁছে গিয়েছেন মমতা। সেখানে কর্মিসভা করেন তিনি। আজই নন্দীগ্রাম কেন্দ্রের জন্য মনোনয়ন পত্র জমা দেবেন তিনি। হলদিয়ায় প্রশাসনিক ভবনে নন্দীগ্রাম কেন্দ্রের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার কথা। আগেই পুরীর জগন্নাথ মন্দিরের দৈত্যাপতির কাছে মনোনয়ন পত্র জমা দেওয়ার শুভক্ষণ জেনে নিয়েছেন তিনি।
ভবানীপুর নয় এবার শুভেন্দুকে চ্যালেঞ্জ জানিয়েই নন্দীগ্রামে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা। ফের হাইভোল্টেজ লড়াই হতে চলেছে নন্দীগ্রামে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিরাগত বলে বিজেপি প্রচার শুরু করেছে নন্দীগ্রামে। গতকাল কর্মিসভায় মমতা পাল্টা জবাব দিয়ে বলেছেন, আমি যদি বহিরাগত হই তাহলে মুখ্যমন্ত্রী হলাম কী করে। নন্দীগ্রামে বাড়ি ভাড়া নিয়েছেন মমতা। গতকাল রাতে সেখানেই ছিলেন তিনি। এবার থেকে তিন মাস অন্তর তিনি নন্দীগ্রামে আসবেন বলে জানিয়েছেন।
একদিকে মমতা যখ নন্দীগ্রামের জন্য মনোনয়ন পত্র জমা দেবেন হলদিয়ায়। অন্যদিকে আজই বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করবেন। ১২ মার্চ নন্দীগ্রাম কেন্দ্রের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার কথা তাঁর। ওইদিন শুভেন্দুর হয়ে নন্দীগ্রামে প্রচারে আসতে পারেন মিঠুন চক্রবর্তী। মোদীর ব্রিগেডে বিজেপিতে যোগ দিয়েছেন মিঠুন। সেখান থেকেই প্রচারে যাওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।
গতকাল নন্দীগ্রামে কর্মিসভা করার পর সোনাচূড়ায় বাসুলি মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী। সেখানে কাসর বাজিয়ে পুজোয় অংশ নেন তিনি। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। সেখান থেকে নন্দীগ্রাম বাজারে চলে যান তিনি। সেখানে চায়ের দোকানে ঢুকে চা তৈরি করেন। গ্রামবাসীদে চা বিতরণ করেন মমতা। একেবারে ঘরের মেয়ের মতোই নন্দীগ্রামের বাসিন্দাদের অভাব অভিযোগ শোনেন মমতা।