দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা আবহের মধ্যেই কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের পরীক্ষা ৩০ সেপ্টেম্বরের মধ্যে নেওয়ার নির্দেশ দিয়েছিল ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউজিসি)। কিন্তু এই পরিস্থিতিতে তা সম্ভব নয় বলেই জানিয়েছিল অনেক রাজ্য। পরীক্ষা বাতিলের দাবিও করেছিল তারা। সেই নিয়ে মামলা হয় সুপ্রিমকোর্টে। শীর্ষ আদালত শুনানিতে ইউজিসির পক্ষেই রায় দিল।
এদিন সুপ্রিমকোর্টের তরফে নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যগুলি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের পরীক্ষা কোনও মতেই বাতিল করতে পারবে না। তবে তারা সংক্রমণের কারণে তারিখ ৩০ সেপ্টেম্বরের থেকে পিছোতে পারে। সেটাও ইউজিসির অনুমতি নিয়ে তারপরেই করতে হবে। পরীক্ষা ছাড়া কাউকে পাশ করানো যাবে না বলেই স্পষ্ট নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।