দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : খাজা মঈনুদ্দিন চিশতী ওরফে ‛খাজা গরিব নওয়াজ’কে নিয়ে কুরুচিকর মন্তব্য করে বিপাকে পড়লেন ‛নিউজ এইটিন’-এর সাংবাদিক আমিষ দেবগন। তিনি খাজা মঈনুদ্দিন চিশতীকে ডাকাত বলে সম্বোধন করেছিলেন। নিজের লাইভ শো’য়ে তিনি এহেন মন্তব্য করেন।
ধর্মান্তকরনের বিষয়ে আলোচনা করতে গিয়ে আমিষ বলেন, চিশতী ডাকাত আসার পর সবাই ধর্মপরিবর্তন করা শুরু করে। নিজের শো’য়ে তিনি বারবার এই কথা উচ্চারণ করেন। শুধু তাই নয়, অমিশ দেবগন এদিন ইসলাম সম্পর্কেও কুরুচিকর মন্তব্য করেছিলেন।
Now Nanded Police of Maharashtra has registered an FIR against Amish Devgan for offence-punishable u/s 295-A of IPC . #ArrestAmishDevgan pic.twitter.com/dYDdqSepa8
— Khizer Patel (@khizer_patel) June 16, 2020
তাঁর এহেন মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজমির, হায়দরাবাদ, বেরিলি, আওরঙ্গাবাদ সহ বেশ কয়েকটি শহরে মামলা দায়ের করা হয়েছে। ধারণা করা হচ্ছে আগামীকাল আরও অনেক শহরে আমিশ দেবগনের বিরুদ্ধে মামলা করা হবে। যদিও মামলা হতে দেখেই ক্ষমা চেয়ে ট্যুইট করেছেন তিনি।
In 1 of my debates,I inadvertently referred to ‘Khilji’ as Chishti. I sincerely apologise for this grave error and the anguish it may hv caused to followers of the Sufi saint Moinuddin Chishti, whom I revere. I have in the past sought blessings at his dargah.I regret this error
— Amish Devgan (@AMISHDEVGAN) June 16, 2020