দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা ভাইরাসে দু’জনের মৃত্যু হয়েছে দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার। মৃত দু’জনের সৎকার ঠিকমতো সম্পন্ন করা হয়নি বলেও প্রশাসনের বিরুদ্ধে আঙুল তোলেন সুভাষ। মৃতদেহ সৎকার নিয়ে গুজব রটানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
বাঁকুড়া সদর থানায় সুভাষ সরকারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তৃণমূল নেতা জয়দীপ চট্টোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে বিজেপি সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। উল্লেখ্য, দুই ব্যক্তির মৃত্যু হয় সরকারি হাসপাতালে। গত ১২ এপ্রিল মধ্যরাতে তাঁদের সৎকার করা হয়।
অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।
আমাদের খবরাখবর ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ লাইক করে পাশে থাকুন
veri good