দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাজস্থানের জয়পুরে বাবা রামদেব, পতঞ্জলির সিইও আচার্য বালকৃষ্ণ ও আরও তিনজনের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। অভিযোগ, পতঞ্জলি আয়ুর্বেদের ওষুধ ‘করোনিল’ করোনা সংক্রমণ থেকে সুস্থ করে তুলবে বলে প্রচার করে মানুষকে ভুলপথে চালিত করা হয়েছে।
জানা গিয়েছে, শুক্রবার জয়পুরের জ্যোতিনগর থানায় রামদেব, বালকৃষ্ণ, বিজ্ঞানী অনুরাগ ভার্সানি, এনআইএমএস চেয়ারম্যান বলবীর সিংহ তোমর ও ডিরেক্টর অনুরাগ তোমরের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এই এফআইআর দায়ের করেছেন বলরাম ঝাকর। করোনিল নিয়ে অপপ্রচারের জন্যই এই এফআইআর দায়ের বলে জানিয়েছেন তিনি।
করোনা ভাইরাসের ওষুধের খোঁজ চলছে দেশে দেশে। এরই মধ্যে যোগগুরু রামদেবের সংস্থা পতঞ্জলি দাবি করে, কোভিড-১৯ দমনের কাজে ব্যবহার করা যেতে পারে তাদের আয়ুর্বেদিক ওষুধ। এই ওষুধ এক সপ্তাহের মধ্যে একশো শতাংশ সুস্থ করে দেবে বলেও দাবি করে সংস্থা।
‘করোনিল’ ওষুধ লঞ্চ করার সময়েও এমনই দাবি করেছিল যোগগুরু বাবা রামদেবের সংস্থা পতঞ্জলি আয়ুর্বেদ। তা নিয়ে বিতর্ক এখন চলছে। গত মঙ্গলবার ‘করোনিল’ নামে এই ওষুধের লঞ্চ হয়। কেন্দ্রের আয়ুষ মন্ত্রক ওষুধের পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য তলব করে এবং করোনাভাইরাস সারানোর ওষুধ হিসেবে এর বিজ্ঞাপনের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে।
এর পরে জানা যায়, এই ওষুধের জন্য লাইসেন্সের আবেদন পতঞ্জলি আদৌ করোনা সারানোর কথা উল্লেখই করেনি। বলা হয়েছে, এটি জ্বর, সর্দির ওষুধ। সেই সঙ্গে এটি শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্যে করবে।
আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে