দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সরব হওয়ায় গোরক্ষপুরের চিকিৎসক ডাঃ কাফিল খানকে আটক করেছে উত্তরপ্রদেশ পুলিশ। আলিগড়ে হিংসা ছড়ানোর অভিযোগে কাফিল খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে উত্তরপ্রদেশ পুলিশ।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
উক্ত এফআইআরে দাবি করা হয়েছে, শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনে হিংসা ছড়ানোর চেষ্টা করেন কাফিল খান। পাশাপাশি নিজের বক্তব্যের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করারও চেষ্টা করেছেন তিনি। এই অভিযোগের ভিত্তিতে কাফিল খানের বিরুদ্ধে ১৫৩-এ ধারায় মামলা রুজু করা হয়েছে।
কাফিল খান তাঁর বক্তব্যে বলেছিলেন, ‛মোটা ভাই হিন্দু মুসলিম সবাইকে শিক্ষা দিয়ে চলেছেন কিন্তু মানুষ হিসেবে নয়। আরএসএসের অস্তিত্ব সামনে চলে আসায় তিনি সংবিধানে বিশ্বাস রাখছেন না। ক্যাব মুসলিমদেরকে দ্বিতীয় শ্রেণির নাগরিক করে তুলেছে।’
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন