দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোয় তেজস্বী যাদবের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে নীতীশ সরকার। এ প্রসঙ্গে নীতীশ কুমারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তেজস্বী যাদব। তাঁর চ্যালেঞ্জ, পারলে নীতীশ সরকার তাঁকে গ্রেফতার করুক।
তেজস্বী বলেন, ‘‘কৃষকদের পক্ষে কথা বলায় এক কাপুরুষ মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন বিহার সরকার আমাদের বিরুদ্ধে এফআইআর করেছে। ক্ষমতা থাকলে আমাদের গ্রেফতার করুন। না করলে আমি আত্মসমর্পণ করব। কৃষকদের জন্য আমি ফাঁসিতে ঝুলতেও রাজি।’’
গত কাল কৃষি আইনের বিরুদ্ধে পটনার গান্ধী ময়দানে বিক্ষোভ দেখায় আরজেডি সহ বিরোধী জোটের দলগুলি। অতিমারির মধ্যে অনুমতি ছাড়া বিক্ষোভ দেখানোয় আরজেডি নেতা তেজস্বী যাদব সহ ১৮ জন নেতার বিরুদ্ধে এফআইআর করে নীতীশ সরকার।