Friday, March 14, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

ভোট পরবর্তী হিংসায় ২০ জনের মৃত্যুর জন্য দায়ী দিলীপ ঘোষ! জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বরাবরই আলপটকা মন্তব্যের জন্য খবরের শিরোনামে থাকেন বিতর্কিত দিলীপ ঘোষ। ভোট প্রচারে গিয়েও তিনি একাধিকবার উস্কানিমূলক মন্তব্য করেছেন। যার জেরে বাংলায় ভোট পরবর্তী হিংসার ২০ জনের মৃত্যু হয়েছে। এমনটাই অভিযোগে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে এবার জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হল। এই মামলা দায়ের করেছেন বিধাননগর পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর বাণীব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ‘বাংলায় ভোট পরবর্তী হিংসার জেরে ২০ জন নাগরিকের মৃত্যু হয়েছে। এর জন্য দায়ী দিলীপ ঘোষ। তাঁর উস্কানিমূলক মন্তব্যের জেরেই হিংসার ঘটনা ঘটছে। তাই এই এফআইআর।’

ঘটনা প্রসঙ্গে বাণীব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পশ্চিমবঙ্গের একজন সাধারণ এবং শান্তিপ্রিয় নাগরিক হিসেবে এই এফআইআর করেছি। দিলীপ ঘোষের কিছু উস্কানিমূলক মন্তব্য অত্যন্ত নিন্দাজনক। ভোটের আগে তিনি যা যা বলেছিলেন, তার জেরেই ফলাফল পরবর্তী সময় এই হিংসা ছড়িয়েছে। আমাদের রাজ্যের ২০ জন নাগরিক মারা গিয়েছে। সেই কারণেই দিলীপ ঘোষের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে।’

 

তাঁর আরও সংযোজন, ‘পশ্চিমবঙ্গে এই ধরনের সংস্কৃতি, এইরকম পরিবেশ ছিল না। দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই এই ঘটনা ঘটছে। তাঁর উত্তেজক বক্তব্যে মানুষের মধ্যে হিংসার মনোভাব তৈরি হয়েছে।’ জানা গিয়েছে, বিধাননগর দক্ষিণ থানায় এই মামলাটি দায়ের করেছেন বাণীব্রত বন্দ্যোপাধ্যায়। হিংসায় প্ররোচনা, শন্তি বিঘ্নিত করা, প্রশাসনিক আধিকারিককে হেনস্থা করায় প্ররোচনা দেওয়া সহ একাধিক ধারায় রুজু হয়েছে এফআইআর। এর মধ্যে রয়েছে জামিন অযোগ্য ধারার মামলাও। যদিও বিজেপির তরফে এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Reply

error: Content is protected !!