Sunday, February 23, 2025
Latest Newsদেশফিচার নিউজ

বিজেপি নেতাদের নামে এফআইআর করুন, পুলিশকে নির্দেশ দিল্লি হাইকোর্টের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দিল্লির হিংসা নিয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন প্রাক্তন আমলা হর্ষ মান্দার। তিনি আদালতে আবেদন করেছিলেন, হিংসার ঘটনা নিয়ে বিচারবিভাগীয় তদন্ত হোক। এফআইআর করা হোক অপরাধীদের বিরুদ্ধে। উপদ্রুত এলাকায় নামানো হোক সেনা। হিংসায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হোক। বিচারপতি এস মুরলীধর ও বিচারপতি তালওয়ান্ত সিংকে নিয়ে গঠিত বেঞ্চ সেই আবেদন শোনে।

এদিন ভরা এজলাসে বিজেপি নেতা কপিল মিশ্রর উস্কানিমূলক মূলক মন্তব্যের অডিও ক্লিপিং বাজানোর নির্দেশ দিয়েছিলেন দিল্লি হাইকোর্টের বিচারপতি। তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন ওই বক্তব্য নিয়ে। বুধবার বিকেলে ওই মামাওলার শুনানির শেষ পর্বে দিল্লি হাইকোর্ট নির্দেশ দিল, দিল্লিতে যারা যারা হিংসায় উস্কানি দিয়ে বক্তৃতা দিয়েছে, ঘৃণা ছড়িয়েছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে।

দিল্লি পুলিশের হয়ে হাইকোর্টে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেটা। তাঁকে বিচারপতি এস মুরলীধর ও বিচারপতি তালওয়ান্ত সিংকে নিয়ে গঠিত বেঞ্চ বলে, আপনি দিল্লির পুলিশ কমিশনারকে পরামর্শ দিন, উস্কানিমূলক ভাষণ দেওয়ার জন্য তিন বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর করা হোক। শুনানির শেষে হাইকোর্ট দিল্লি পুলিশকে নির্দেশ দিয়ে বলে, শুধু একজন নয়। যারা উস্কানি দিয়েছে। সবার বিরুদ্ধে দ্রুত এফআইআর করা হোক।

 

পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন  Twitter  আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps

Leave a Reply

error: Content is protected !!