দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ ও বিক্ষোভ চলছে রাজ্যজুড়ে। সকাল থেকে হাওড়া শাখার বিভিন্ন স্টেশনে অবরোধ-বিক্ষোভের জেরে থমকে গেছে দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন চলাচল। সাঁকরাইল, আবাদা, নলপুর-সহ একাধিক স্টেশনে ট্রেন অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একাধিক দূরপাল্লার ও লোকাল ট্রেন।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সাঁকরাইল স্টেশনের টিকিট কাউন্টারে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। জেলায় বিভিন্ন জায়গায় অবরোধ হটাতে গিয়ে বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হয়েছেন বলে জানা গেছে। সাঁকরাইল স্টেশনের নিকটবর্তী চাঁপাতলা এলাকায় পুলিশ টিয়ারগ্যাস ছেড়েছে বলেও খবর।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন