Wednesday, March 12, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ফের এইমস-র জরুরি বিভাগে আগুন, তীব্র চাঞ্চল্য রোগীদের মধ্যে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দু’সপ্তাহ না পেরোতেই দিল্লির এইমস হাসপাতালে ফের আগুন লাগল। সোমবার ভোর পাঁচটা নাগাদ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট বা এইমস হাসপাতালের জরুরি বিভাগে আগুন লাগে বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলবাহিনী।

হাসপাতালের জরুরি বিভাগে আগুন লাগায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি নামানো হয় রোগীদের। বেশ কিছু রোগী প্রাণ বাঁচাতে বাইরে বেরিয়ে দাঁড়িয়ে ছিলেন। যদিও এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলেই জানিয়েছে দিল্লির দমকল বিভাগ। ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি।

প্রসঙ্গত, চলতি মাসেই গত ১৭ তারিখ দিল্লির এইমস হাসপাতালের নয় তলায় আগুন লাগে। দমকল বিভাগ জানায়, রাত ১০ টা বেজে ৩২ মিনিট নাগাদ আগুন লাগার খবর পাওয়া যায়। সেইবারে রেফ্রিজারেটরে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তবে এদিনের আগুন লাগার ঘটনার কারণ খতিয়ে দেখছেন দমকলকর্মীরা।

Leave a Reply

error: Content is protected !!