দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: নারদ মামলায় সুব্রত, ফিরহাদ, মদন, শোভনের জামিনের আর্জি মঞ্জুর আদালতে। সিবিআইয়ের জেল হেফাজতের আর্জি খারিজ। আজ সকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আচমকা এদের বাড়িতে গিয়ে গ্রেফতার করা হয়। নারদকাণ্ডে আরেক অভিযুক্ত সাসপেন্ডেড আইপিএস অফিসার এসএমএইচ মির্জার বিরুদ্ধেও আদালতে চার্জশিট পেশ করবে সিবিআই।
তবে নারদ-মামলায় একই অভিযোগ থাকা সত্ত্বেও কেন গ্রেফতার নয় মুকুল রায়, শুভেন্দু অধিকারী? বিজেপিতে যোগ দেওয়ার জন্যই কি ছাড়? প্রশ্ন তৃণমূলের।