দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফের গুলি চলল দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের উপর। রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের পাঁচ নম্বর ও এক নম্বর গেটের কাছে হঠাৎই বন্দুক চালায় দুই সন্ত্রাসী। সূত্রের খবর, তারা স্কুটারে করে এসেছিল। মাত্র চার দিনের মধ্যে এই নিয়ে তিন-তিনবার দিল্লির আন্দোলনকারীদের উপর গুলি চালনার ঘটনা বেশ চাপে ফেলেছে পুলিশকে।
পুলিশ জানিয়েছে, ঘটনায় কেউ হতাহত হয়নি। কিন্তু গুলির শব্দ হতেই স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্ধকারে ছুটোছুটি করতে শুরু করেন সকলে। বিরোধীদের দাবি, এত বড় আন্দোলনে ন্যূনতম নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে পুলিশ। নইলে পুলিশের নাকের ডগায় এভাবে বারবার প্রকাশ্যে গুলি করা কীভাবে সম্ভব!
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন