দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে দীর্ঘ এক মাসেরও বেসি সময় ধরে চলছে কৃষক আন্দোলন। কনকনে ঠান্ডা, শৈত্যপ্রবাহকে অগ্রাহ্য করে রাজধানীর বাইরে অবস্থান-বিক্ষোভ-প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন কৃষকরা। আর এই আন্দোলন প্রথম শুরু করেছিলেন পাঞ্জাবের কৃষকরা। এবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংকে খুনের হুমকি দিলেন অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। এরপর এক মুহূর্ত নষ্ট না করে তদন্ত শুরু করেছে পঞ্জাব পুলিশ। অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ফেজ-২ থানায় মামলা রুজু করে চলছে অনুসন্ধান।
চণ্ডীগড়ের মোহালিতে একটি পাবলিক গাইড ম্যাপের ওপর মুখ্যমন্ত্রীর ছবি সাঁটানো দেখতে পাওয়া যায়। তাতে লেখা ছিল, মুখ্যমন্ত্রীকে যে হত্যা করবে তাকে দশ লক্ষ ডলার পুরস্কার দেওয়া হবে। এটি চোখে পড়তেই সক্রিয় হয় পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৫০৪, ৫০৬, ১২০বি, ৩৪ এবং পাঞ্জাবের প্রিভেনশন অব ডিসপ্লেসমেন্ট অব প্রপার্টি অর্ডিন্যান্সের ৩, ৪, ৫ উপধারায় মামলা রুজু করেছে পুলিশ।
এই ঘটনায় সাইবার ক্রাইম শাখার সাহায্য নেওয়া হচ্ছে বলে জানা গেছে। নিকটস্থ সিসিটিভি ক্যামেরা থেকে কোনও সূত্র পাওয়া যায় কিনা দেখা হচ্ছে তাও। পুলিশ সূত্রে খবর, ওই পাবলিক গাইড ম্যাপটিও ওখানে আগে ছিল না।