দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আজও বাড়ল পেট্রোল ডিজেলের দাম। এই নিয়ে পর পর চারদিন পেট্রোল ডিজেলের দাম বাড়ল। সব মেট্রো শহরে ২৭ পয়সা বেড়েেছ। ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ৩১ পয়সা। কলকাতায় আজ পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯১ টাকা ৪১ পয়সা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮৪ টাকা ৫৭ পয়সা।
পর পর চারদিন বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। মোট ৭৯ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। আর ডিজেলের দাম বেড়েছে ৯৬ পয়সা। ৫ রাজ্যের ভোট মিটতেই শুরু হয়ে গিয়েছে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি। বাংলা সহ ৫ রাজ্যের ভোটের জন্য গত কয়েকমাস পেট্রোল ডিজেলের দামে রাশ টানা হয়েছিল বলে মনে করছে রাজনৈতিক মহল এদিকে লাগাতার পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধিতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে শুরু করেছে।
মধ্যবিত্তের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে নিত্যপ্রয়োজনী জিনিসের দাম। তার উপরে করোনা সংকটে একাধিক জায়গায় লকডাউন শুরু হয়ে গিয়েছে। তাতে আরও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে। আন্তর্জাতিক বাজাের অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করায় জ্বালানি তেলের দাম বাড়ছে।