Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

দেড় লাখের রোদ চশমা পরে সূর্যগ্রহণ দেখলেন ‛ব্র্যান্ডেড ফকির’ নরেন্দ্র মোদী, হাঁসির রোল নেটদুনিয়ায়

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দশলাখি শুট নিয়ে শোরগোল পড়েছিল দেশজুড়ে। এবার অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার যে চশমা পরে আংশিক সূর্যগ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী, তার দাম নাকি দেড় লক্ষ টাকা!

নেটদুনিয়ায় মোদীর ব্যবহার করা সেই চশমা নিয়েই শুরু হয়েছে আলোচনা। অনেকেই দাবি করেছেন, জার্মান সংস্থার সেই রোদ চশমার দাম আনুমানিক দেড় লক্ষ টাকা।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

প্রধানমন্ত্রী এদিন তাঁর গ্রহণ দেখার ছবি ট্যুইটারে শেয়ার করেন। জানিয়ে দেন, অধিকাংশ ভারতীয়র মতো তিনিও উৎসাহী গ্রহণ দেখার জন্য। কিন্তু শেষ পর্যন্ত তাঁর আর সূর্যগ্রহণ দেখা হয়নি মেঘের আড়ালে সূর্য ঢাকা পড়ার ফলে।

এক ট্যুইটার গ্রাহক সেই ছবি শেয়ার করে লেখেন, ‛এটি একটি মিমে পরিণত হয়েছে।’ সেই ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী রিট্যুইট করে লেখেন, ‘অত্যন্ত স্বাগত। এনজয়।’’ সেই সঙ্গে ছিল একটি স্মাইলিও।

কোনও কোনও ট্যুইটার ব্যবহারকারী তৎক্ষণাৎ কাজে লেগে পড়েন। ছবিটি থেকে তৈরি করতে থাকেন মিম।

অন্যদিকে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়ায় মুগ্ধ তাঁর ভক্তরা সেই টুইট শেয়ার করেন।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!