নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, দীঘা : যে ভারতবর্ষে নারী জাতিকে দেবীর আসনে বসিয়ে পুজো করা হয়, সেই ভারতে এখন অসুরক্ষিত নারী সমাজ। দৈনন্দিনের খবরে চোখে পড়ে নারী হেনস্থা, নারী নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনা। নারকীয় এসব ঘটনার হার এতটাই বেড়েছে যে, সেসব আমাদের গা সওয়া হয়ে গিয়েছে।
কিন্তু এমনও সংস্থা রয়েছে যারা নারী নিরাপত্তা সুদৃঢ় করতে দিনরাত কাজ করে চলেছে। এমনই একটি সংস্থার নাম হল ইউনাইটেড ওয়ার্ল্ড কিউকুশিন ক্যারাটে অর্গানাইজেশন (ইউডব্লিউকেকেও)। সংস্থার উদ্দেশ্য হল, টাকা নয় বরং সুবিধাবঞ্চিতদের বিশেষ সুবিধা দিয়ে ক্যারাটে শেখানো। মেয়েদের আত্মরক্ষায় পারদর্শী করে তোলা।
ইউডব্লিউকেকেও ক্যারাটে সংস্থার ভারতের দায়িত্বে রয়েছেন জাকির আহমেদ। ব্ল্যাক বেল্ট প্রাপ্ত জনপ্রিয় ক্যারাটে প্রশিক্ষক একে ইসমাইল এই সংস্থার আন্তর্জাতিক প্রধান। সংস্থার পক্ষ থেকে ৩ দিনব্যাপী একটি ক্যাম্প হয়ে গেল দীঘায়। ক্যাম্পে উপস্থিত হয়েছিল মহারাষ্ট্র, হায়দ্রাবাদ, জয়পুর, কলকাতাসহ অন্যান্য কয়েকটি রাজ্যের ক্যারাটে টিম।
এই ক্যাম্পে সাউথ আফ্রিকা, কেনিয়া, জিম্বাবুয়ে, মালাবি থেকে চ্যাম্পিয়নরা এসেছিলেন নারীদের উদ্বুদ্ধ করার জন্য। সংস্থাটি বিনামূল্যে দেশে দেশে ক্যারাটে ছড়িয়ে দিতে চায়। বিশেষ করে মহিলা এবং অনগ্রসর শ্রেণীর জন্য নিরন্তর কাজ করে চলেছে ইউনাইটেড ওয়ার্ল্ড কিউকুশিন ক্যারাটে অর্গানাইজেশন।
আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন