দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জামাত, জেহাদি, জাহিলদের সাহায্য করবেন না! অসমের স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখে এমনই আবেদন করেছেন ফরেনার্স ট্রাইব্যুনালের ১৫ জন বিচারক। করোনার থাবা থেকে মানবজাতিকে রক্ষার উদ্দেশে আর্থিক অনুদান দিয়েছেন তাঁরা। কিন্তু
একইসঙ্গে এমন আর্জিও জানিয়ে রাখা
হয়েছে তাঁদের পক্ষ থেকে।
অসমের সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমসু-র নেতা আজিজুর রহমান এর প্রতিবাদ করেছেন এবং ফরেনার্স ট্রাইব্যুনালের সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। তিনি বলেন, ‛সরকারি অফিসারদের এরকম মানসিকতা থাকা উচিত নয়। তাঁদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত এবং বরখাস্ত করা উচিত।’