দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরের জেলা উন্নয়ন পরিষদের (ডিডিসি) নির্বাচনেও লজ্জাজনক ভাবে হারল বিজেপি। জয়ের দৌড়ে গুপকর জোট। এর মধ্যে কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়া তরণজিৎ সিংয়ের কাছে মাত্র ১১ ভোটে পরাজিত হলেন বিজেপি নেতা শ্যামলাল চৌধুরি।
জম্মু ও কাশ্মীর যখন রাজ্য ছিল, তখন বিজেপি–পিডিপি জোট সরকারের মন্ত্রী ছিলেন। পর পর দু’বার বিধানসভা নির্বাচনে জিতেছেন। এবার সেই বিজেপি নেতা শ্যামলাল চৌধুরি ১১ ভোটে হেরে গেলেন কৃষকদের সমর্থনকারীর কাছে।
সম্প্রতি কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন তরণজিৎ সিং। কৃষকদের সমর্থন করেন। তিনি পেয়েছেন ১২,৯৬৯টি ভোট। এই সুচেতগড় থেকে ২০০৮ এবং ২০১৪ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন শ্যামলাল। তিনি হেরে গেলেন।