Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

খুলে গেল মুখোশ! আরএসএস সদর দফতরে সুপ্রিমকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি বোবদে

নাগপুর, ০১ সেপ্টেম্বর: আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন সুপ্রিমকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে। মঙ্গলবার বিকেলে নাগপুরে আরএসএস-এর সদর দফতরে দু’জনের দেখা হয়।

জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে সরসঙ্ঘচালক মোহন ভাগবতের সঙ্গে দেখা করেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি। আরএসএসের প্রতিষ্ঠাতা কে বি হেডগেওয়ারের পৈত্রিক বাড়িও ঘুরে দেখেন তিনি।

বোবদে আদতে নাগপুরেরই বাসিন্দা। জীবনের বড় অংশ তিনি কাটিয়েছেন এখানকার আদালতের আইনজীবী হিসাবে। চলতি বছরের গোড়ায় তিনি সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসরগ্রহণ করেন। বর্তমানে তিনি দিল্লির পাশাপাশি নাগপুরেও থাকেন।

সঙ্ঘের সদর দফতরে বোবদের যাওয়া নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। কারণ, তাঁর আগে যিনি সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ছিলেন সেই রঞ্জন গগৈ অবসরের পর রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত হন। সঙ্ঘের সদর দফতরে বোবদের যাওয়ার আড়ালে এমন কোনও কারণ অন্তর্হিত রয়েছে কি না তা নিয়ে জল্পনা বাড়ছে।

 

Leave a Reply

error: Content is protected !!