দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: এবার তৃণমূলে যোগ দিতে চলেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি । আগামিকাল হুগলির সাহাগঞ্জে সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । সেই সভা থেকেই শাসকদলে যোগ দিতে পারেন প্রাক্তন বাংলা অধিনায়ক। ক্রিকেটারের ঘনিষ্ঠ মহল সূত্রে এমনটাই খবর। মনোজের পাশাপাশি ইস্টবেঙ্গলে খেলে যাওয়া এক ফুটবলারও যোগ দিতে পারেন তৃণমূলে। উত্তরপাড়ার বাসিন্দা ওই ফুটবলারকে নিয়েও শুরু হয়েছে জল্পনা।