দৈনিক সমাচার, নয়াদিল্লী: কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার যখন এক দেশ, এক ভাষা হিসাবে হিন্দিকে তুলে ধরার চেষ্টা করছে, তখন ময়দানে নামলেন রবিচন্দ্রন অশ্বিন। সদ্যসমাপ্ত বর্ডার-গাভাস্কার ট্রফির মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া অশ্বিন বলেন, “হিন্দি ভারতের শুধু সরকারি ভাষা, রাষ্ট্রভাষা নয়।” চেন্নাইয়ে একটি কলেজের অনুষ্ঠানে গিয়ে এমন মন্তব্য করেছেন তিনি।
হিন্দি ভাষা নিয়ে অশ্বিনের এই মন্তব্যে চর্চা শুরু হয়েছে। দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুর ক্রিকেটার অশ্বিন। কেন্দ্রের বিজেপি সরকার জোর করে দক্ষিণ ভারতে হিন্দি ভাষা চাপিয়ে দিতে চাইছে বলে অভিযোগ করে আসছে দক্ষিণের রাজনৈতিক দলগুলি। অশ্বিনও হয়তো ঠিক সেটাই বলতে চেয়েছেন। বোঝাতে চেয়েছেন, এ ব্যাপারে তিনি নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে।