Saturday, December 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

অকেজো হয়েছে এনআরসির ওয়েবসাইট, এবার খোয়া গেল ইমেলের গোপন পাসওয়ার্ড

ছবি : প্রতিকী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অসমের চূড়ান্ত এনআরসি তালিকা থেকে বাদ পড়া ১৯ লক্ষ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। গত বছরের ৩১ আগস্ট এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশের পর তা আজও রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া অনুমোদন না দেওয়ায় ১৯ লক্ষ মানুষের ভাগ্য ঝুলে রয়েছে।

এরই মাঝে অকেজো হয়েছে এনআরসির ওয়েবসাইট, এবার জানা গেল এনআরসি কর্তৃপক্ষের হাতে এনআরসি-র দুটি ইমেলের অতি গোপন পাসওয়ার্ডও নেই।

চাকরি ছেড়ে দেওয়া প্রাক্তন এনআরসি সমন্বয়ক এ জু পি বড়ুয়ার কাছে পাসওয়ার্ডের গোপন নম্বর দু’টি এখনও রয়েছে। সূত্রের খবর, এনআরসি কর্তৃপক্ষ অসমের পল্টনবাজার থানায় অভিযোগ দায়ের করেছে এ জু পি বড়ুয়ার বিরুদ্ধে। অফিসার চন্দনা মহন্ত এই অভিযোগ দায়ের করেছেন।

 

সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!