দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার ইনজামাম উল হক। পাকিস্তান আনসোল্ড নামে একটি চ্যানেলের ট্যুইটার হ্যান্ডলে ইনজামাম উল হককে বলতে শোনা যাচ্ছে যে, নামাজ পড়ার জন্য দলের প্রত্যেক ক্রিকেটারই একসঙ্গে মসজিদ যেতেন। সেই দলে থাকতেন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান, মহম্মদ কাইফ এবং জাহির খানও। তাঁরাও ওই পাক ক্রিকেটারদের সঙ্গেই নামাজ পড়তে যেতেন। সেখানে বসে মৌলবির কথাও মন দিয়ে শুনতেন। তবে সেখানে অ-মুসলিম ক্রিকেটারদেরও আনাগোনা থাকত। সেই তালিকায় ছিলেন হরভজন সিংও। এরপর ইনজামাম উল হক আরও বলেন, একদিন হরভজন সিং আমাকে বললেন যে এখানে যে মানুষটা (মৌলবি) বসে রয়েছেন, এর কথা শুনে আমার মনে হয় যে উনি যা বলছেন আমি সেটাই করি। আমি বলি যে শুনতেই পারো, অসুবিধেটা কোথায়? তারপর ও বলে, তোমাকে দেখেই তো আমি থেমে যাই।