দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অর্থনৈতিক ইস্যুতে ফের মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। গত কয়েকবছর থেকেই নোটবন্দি ও অন্যান্য বিষয়ে নানা মন্তব্য করে শিরোনামে থেকেছেন রঘুরাম। এইবার তিনি মোদী সরকারের অসহিষ্ণুতার সমালোচনা করেছেন।
তিনি মন্তব্য করেছেন, সমালোচনা সহ্য করতে না পারা একটা বড় সমস্যা। সমালোচনা না শুনলে ঠিক সময়ে নিজেকে শোধরানো যায় না। গায়ের জোরে সমালোচনা বন্ধ করলে ফল ভালো হবে না। লন্ডনের কিংস কলেজে মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে তিনি বলেন, বিশেষজ্ঞদের পরামর্শ শুনলে লাভবান হবে ভারত সরকার।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন