দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মোদী সরকারের কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের প্রকি সমর্থন জানিয়ে বেশ কয়েকজন প্রাক্তন ক্রীড়াতারকা তাঁদের পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন পদ্মশ্রী ও অর্জুনা পুরস্কারজয়ী ক্রীড়াবিদরাও।
পদ্মশ্রী ও অর্জুন পুরস্কারজয়ী কুস্তিগীর কর্তার সিংহ, অর্জুন পুরস্কার জয়ী বাস্কেটবল প্লেয়ার সজ্জন সিংহ চিমা, অর্জুন পুরস্কার প্রাপক হলি প্লেয়ার রাজবীর কউরের মতো ক্রীড়াবিদরা জানিয়েছেন, আগামী ৫ ডিসেম্বর দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি ভবনের বাইরে তাঁদের পুরস্কার রেখে দেবেন।