দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন তেলেঙ্গানার প্রাক্তন মন্ত্রী তথা মেহবুবনগরের প্রাক্তন সাংসদ জিতেন্দ্র রেড্ডি। শুক্রবার দুপুরে তাঁর সঙ্গে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং এআইসিসির ভারপ্রাপ্ত পর্যবেক্ষক দীপা দাশমুন্সীর বৈঠকের পরেই জিতেন্দ্র কংগ্রেসে যোগ দেবেন বলে জল্পনা তৈরি হয়েছিল।
১৯৯৯ সালে বিজেপির টিকিটে অবিভক্ত অন্ধ্রপ্রদেশের মেহবুবনগরের সাংসদ হয়েছিলেন জিতেন্দ্র। রাজ্য ভাগের পরে ২০১৪ সালের লোকসভা ভোটেও জিতেছিলেন। তাঁকে মেহবুবনগরের টিকিট না দিয়ে সর্বভারতীয় বিজেপির সহ-সভাপতি ডিকে অরুণাকে মনোনীত করার কারণেই এই সিদ্ধান্ত বলে খবর।