লখনউ, ২১ আগস্ট: ৮৯ বছর বয়সে প্রয়াত উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং। দীর্ঘদিন ধরে একাধিক রোগে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শুধু মুখ্যমন্ত্রী হিসাবে নন, বিজেপির বর্ষীয়ান নেতা হিসাবেও দিনের পর দিন দলের হয়ে কাজ করে গিয়েছেন তিনি। অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস হওয়ার সময় তিনিই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর কুর্সিতে ছিলেন। হিন্দুত্ববাদী জাতীয়তাবাদের পোস্টার বয় হিসেবে পরিচিত ছিলেন তিনি।