Sunday, December 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

আগে চা বিক্রি করতেন, এখন স্টেশন বেচছেন, মোদীকে নজিরবিহীন আক্রমণ চন্দ্রশেখর রাওয়ের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নজিরবিহীন আক্রমণ করলেন টিআরএস সুপ্রিমো কে চন্দ্রশেখর রাও। তিনি বলেন, ‘আগে চা বেচতেন, এখন স্টেশন বেচছেন। যে রেল বছরের পর বছর লক্ষ লক্ষ মানুষকে রোজগার দেয়, সেই রেলের বেসরকারিকরণের প্রয়োজন কী?’

প্রসঙ্গত, লোকসভা বা রাজ্যসভা, সংসদে যখনই কোনও বিল পাশ করাতে বা কোনও প্রস্তাবের স্বপক্ষে সমর্থনের প্রয়োজন পড়েছে, টিআরএস তখনই মোদী তথা বিজেপির সাহায্যে এগিয়ে এসেছে। তবে হঠাতই বেসুরো গাওয়া শুরু করলেন চন্দ্রশেখর। তাঁর আরও দাবি, নরেন্দ্র মোদী তথা বিজেপি মানুষের পক্ষে কাজ করছে না। গত সাড়ে ৬ বছরে তাদের সাফল্য বলে কিছুই নেই। কোনও কাজই করেনি। উল্টে নিজেদের ভুয়ো অপপ্রচার দিয়ে দেশকে আরও পিছনে ঠেলে দিয়েছে।

কেসিআরের বক্তব্য, ‘‌বিজেপি সরকার মিথ্যে অপপ্রচার করছে। নিজেরা তো কাজ করছেই না, উল্টে যারা মানুষের জন্য কাজ করছে, তাঁদের নিয়েও মিথ্যাচার করছে। সোশ্যাল মিডিয়াকে অ্যান্টি-সোশ্যাল মিডিয়ায় পরিণত করেছে বিজেপি। ওদের কিছু বলার নেই, তাই পাকিস্তান, কাশ্মীর, পুলওয়ামা, এসব বলে মানুষকে ভুল বোঝাচ্ছে।’‌

বুধবার হায়দরাবাদে দলের সাংসদ, বিধায়কদের নিয়ে আসন্ন হায়দরাবাদ পুরনিগমের নির্বাচনের রণকৌশল ঠিক করতে বসেছিলেন কেসিআর। আর সেই বৈঠকে বিজেপিকেই এক নম্বর শত্রু হিসেবে চিহ্নিত করেছে তার দল।

 

 

Leave a Reply

error: Content is protected !!