Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

আলওয়ার গণধর্ষণ কাণ্ডে আমৃত্যু কারাবাস চার অভিযুক্তের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাজস্থানের আলওয়ার গণধর্ষণ-কাণ্ডে দোষী সাব্যস্ত চার জনকে আমৃত্যু জেলে থাকার সাজা শোনাল আদালত। ধর্ষণের সময় নির্যাতিতার ভিডিও রেকর্ড করে রাখা এবং পরে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার দায়ে পাঁচ বছরের সাজা হয়েছে পঞ্চম জনের।

২০১৯ সালের এপ্রিল মাসে ওই পাঁচ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন ১৯ বছরের এক দলিত মহিলা। তিনি জানান, ২৬ এপ্রিল অলওয়ার-থানাগাজি হাইওয়ে ধরে যাওয়ার সময় তাঁকে ও তাঁর স্বামীকে অপহরণ করে ওই দুষ্কৃতীরা। মোটরবাইকে চেপে বালিয়াড়ির উপর দিয়ে তাঁদের টেনে হিঁচড়ে নিয়ে যায় তারা।

তার পর স্বামীর চোখের সামনে একে একে তাঁকে ধর্ষণ করে। গোটা ঘটনা ক্যামেরাবন্দি করার পাশাপাশি, তাঁদের কাছ থেকে ২ হাজার টাকা লুঠ করে চম্পট দেয় দুষ্কৃতীরা।

তফসিলি জাতি ও উপজাতিদের উপর নৃশংসতা প্রতিরোধ আইনে হংসরাজ গুর্জর, ছোটেলাল গুর্জর, অশোক গুর্জর, ইন্দ্রজ গুর্জর এবং মুকেশ নামের পাঁচ জনের বিরুদ্ধে মামলা চলছিল।

এ দিন হংসরাজ, ছোটেলাল, অশোক এবং ইন্দ্রজকে আমৃত্যু কারাবাসের সাজা শুনিয়েছে আদালত। তথ্য-প্রযুক্তি আইনে পাঁচ বছরের সাজা হয়েছে মুকেশের।

 

Leave a Reply

error: Content is protected !!