Thursday, March 13, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা সহ ১৯ দফা দাবিতে ফ্র্যাটারনিটি মুভমেন্টের নবান্ন অভিযান

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা: শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা সহ ১৯ দফা দাবিতে মঙ্গলবার নবান্ন অভিযান করল ফ্র্যাটারনিটি মুভমেন্ট অফ ইন্ডিয়া।

ফ্র্যাটারনিটি মুভমেন্ট রাজ্য সভাপতি আরাফাত আলী বলেন, ছাত্র-যুব সমাজ রাষ্ট্রের সেই উপাদান যারা অত্যন্ত সচেতন, সৃজনাত্মক, সংবেদনশীল ও কর্মতৎপর। এরাই আগামী দিনের দেশ নায়ক। এদের শিক্ষা, চরিত্র গঠন,কর্মকুশলতা বৃদ্ধি সর্বাগ্রে প্রয়োজন। যাতে ছাত্র যুব সমাজ সামাজিক, রাজনৈতিক,সাংস্কৃতিক এবং অর্থনৈতিক জীবনে পূর্ণতা অর্জন করে সমাজ ও রাষ্ট্রকে সমৃদ্ধ করতে পারে, দেশের হাল ধরতে পারে। কিন্তু আশ্চর্যজনকভাবে দেশের একটা বড় অংশের মানুষকে ভুল বুঝিয়ে, মানুষের আবেগকে কাজে লাগিয়ে আজকে দেশের সর্বনাশ ডেকে আনা হচ্ছে। যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ কর্মী নতুনভাবে নিযুক্ত হওয়ার পরিবর্তে কর্মচ্যুত হচ্ছে। আর আমাদের দেশের রাষ্ট্রনায়করা নিজেদের চেয়ার বাঁচাতে সমস্ত রকমের ভাঁওতাবাজি, দুর্বৃত্তায়নের আশ্রয় গ্রহণ করে চলেছে। তাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের সম্পদ লুঠ করছেন।

তিনি আরও বলেন, দেশে-বিদেশে শিল্প সম্মেলন-এর নামে কোটি কোটি টাকা খরচ করে ফিরে আসছেন। দেশের মূল সম্পদ মানবসম্পদ। সেই মানব সম্পদকে কাজে লাগানোর জন্য কোন রকমের সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি না। উপরন্তু, দেশের গচ্ছিত সম্পদ লুঠ করে কিছু মুনাফাখোরদের সহযোগিতা করা হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ না খেয়ে দিনযাপন করছে। কৃষক, শ্রমিক আত্মহত্যা করছে। কোটি কোটি বেকার যুবক-যুবতী কাজের খোঁজে হন্যে হয়ে পতঙ্গের ন্যায় ছুটাছুটি করছে। অন্যদিকে, সরকার শিক্ষার বেসরকারিকরণের রাস্তা প্রশস্ত করছে। সরকারি সম্পত্তি তাঁর ঘনিষ্ঠ অর্থনৈতিক মাফিয়াদের হাতে তুলে দিতে তাঁরা বদ্ধপরিকর।

শিক্ষার বাণিজ্যিকীকরণ এর স্বার্থে জাতীয় শিক্ষানীতি-২০২০ কার্যকরী করা যাবে না। অবিলম্বে সমস্ত আইনি জট মুক্ত করে স্কুল সার্ভিস কমিশন (SSC), মাদ্রাসা সার্ভিস কমিশন (MSC) ও প্রাইমারি TETএর মাধ্যমে শূন্যপদে দ্রুত শিক্ষক নিয়োগ সম্পন্ন করতে হবে। মালদা জেলায় ২০০৯ সালে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য যে পরীক্ষা হয়েছিল তার প্যানেল প্রকাশ করে সফল প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে এবং মালদা জেলার সিভিক ভলেন্টিয়ারদের ১২ মাস কাজ দিতে হবে সহ মোট ১৯ দফা দাবি জানানো হয় সংগঠনের তরফে।

 

 

Leave a Reply

error: Content is protected !!