Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

“সিবিআইকে খাঁচাবন্দি তোতা করে রাখবেন না” – মোদী সরকারকে কটাক্ষ আদালতের

মাদুরাই, ১৮ আগস্ট: সিবিআই-কে খাঁচায় বন্দি করার অভিযোগে সরাসরি মোদী সরকারকে বিঁধল মাদ্রাজ হাইকোর্ট। আদালতের পক্ষ থেকে বল হয়, ‛সিবিআই খাঁচায় বন্দি তোতা নয়। নির্বাচন কমিশনের মতোই স্বাধীন প্রতিষ্ঠান। একে স্বাধীনই থাকতে দেওয়া হোক।’ উল্লেখ্য, কয়লা খনি দুর্নীতি-কাণ্ডে আট বছর আগেও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিবিআই) ভূমিকা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল সুপ্রিমকোর্ট।

একটি চিটফান্ড মামলায় সিবিআই তদন্ত চেয়ে জমা পড়েছিল আবেদন। সেই আবেদনের শুনানিতে মঙ্গলবার সিবিআই-এর স্বাতন্ত্রের উপর জোর দেন মাদুরাই বেঞ্চের দুই বিচারপতি এন কিরুবকরণ এবং বি পুগালেন্ধি। তাঁরা বলেন, ‘‘সিবিআই-এর শুধুমাত্র সংসদের প্রতি দায়বদ্ধ থাকা উচিত। আমরা চাই না সিবিআই খাঁচায় বন্দি তোতা হয়ে থাকুক।’’ বর্তমানে সিবিআই প্রধানমন্ত্রীর দফতরের অধীনস্থ কর্মিবর্গ ও প্রশিক্ষণ বিভাগের কাছে জবাবদিহি করে। প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং বিরোধী দলনেতা, এই তিন সদস্যের কমিটি সিবিআই প্রধান নিযুক্ত করার দায়িত্বে রয়েছে।

 

Leave a Reply

error: Content is protected !!