দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: তৃণমূলের ইস্তেহারে এক কোটি ৬০ লক্ষ পরিবারকে নূন্যতম রোজগারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এবার বামফ্রন্টের ইস্তেহারে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
বামেদের ইস্তেহারে বলা হয়েছে বিনামূল্যে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিলে ভর্তুকি পাবেন সমস্ত গ্রাহক। বামেদের ইস্তেহারে আরও বলা হয়েছে তারা ক্ষমতায় এলে শ্রমিকদের নূন্যতম মজুরি হবে ২১ হাজার টাকা। ১০০ দিনের বদলে ১৫০ দিনের কাজ ও মজুরির পরিমাণ বাড়ানো হবে।