ইঞ্জামামুল হক, দৈনিক সমাচার, ক্ষেতিয়া : ডাক্তার দিবস উপলক্ষ্যে সর্ব সাধারণের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করল ‛প্রয়াস’ ও “কোয়েস্ট ফর লাইফ”। পূর্ব বর্ধমান জেলার ক্ষেতিয়া প্রাথমিক বিদ্যালয়ে এই স্বাস্থ্য শিবির উদযাপিত হয়। উপস্থিত ছিলেন সর্বভারতীয় স্তরে চিকিৎসা জগতের একজন অন্যতম পরিচিতমুখ শিশু বিশেষজ্ঞ ডাঃ কাফিল খান। এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান মেডিক্যাল কলেজ এর বেশ কিছু অভিজ্ঞ চিকিৎসক।
এদিন সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এই ক্যাম্পে পরিষেবা দেওয়া হয়। বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও সকলকে সম্পূর্ন বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এদিন এই স্বাস্থ্য শিবির থেকে শিশুরা সহ কমবেশি ৪০০ জন মানুষ ফ্রি চিকিৎসা সেবায় উপকৃত হন।
উল্লেখ্য, ‛Doctors On Road’ শিরোনামে দেশজুড়ে ফ্রি চিকিৎসা ক্যাম্পেন পরিচালনা করছেন ডাঃ কাফিল খান। ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে একশোর বেশি ক্যাম্প করেছেন তিনি। গত ১ জুলাই থেকে ৫ জুলাই পশ্চিমবঙ্গে এই ক্যাম্পেন পরিচালনা করছেন তিনি। এদিনই ছিল বাংলা সফরের শেষ দিন। মানবিক ডাঃ কাফিল খানের এহেন কর্মকাণ্ডে কুর্নিশ জানাচ্ছে ডাক্তারসমাজ।