Wednesday, February 5, 2025
আন্তর্জাতিকফিচার নিউজ

নবী মহম্মদের ব্যঙ্গচিত্র দেখানোর জেরে উত্তাল ফ্রান্স, ফরাসি খাবার বয়কট আরব বিশ্বের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ফ্রান্সের স্কুলে মহম্মদের ব্যঙ্গচিত্র দেখানোয় অক্টোবরের ১৬ তারিখ প্যারিসের বুকে এক শিক্ষককে মাথা কেটে খুন করে দুষ্কৃতিরা। ওই ঘটনার প্রতিবাদে মুসলিমদের বিরুদ্ধে অপরাধমূলক ভাষায় তোপ দেগেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তারপর থেকেই আসরে নেমে পরে মুসলিম দেশগুলি। ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে ‘মুসলিম ভীতি’ জাগিয়ে তোলার অভিযোগ এনে তুমুল হইচই শুরু করেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোগান।

এবার ফরাসি খাবার বয়কট করার ডাক দিল আরব সংস্থাগুলি। শুধু তাই নয়, কুয়েত ও সৌদি আরবের একাধিক শপিং মলের তাক থেকে সরিয়ে ফেলা হয়েছে ফ্রান্সের খাবার। মধ্যপ্রাচ্যের দেশগুলিতে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘বয়কট ফ্রেঞ্চ ফুড’।

 

Leave a Reply

error: Content is protected !!