Friday, March 14, 2025
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

দীর্ঘ প্রতিক্ষার অবসান, জুমার নামাযের মধ্য দিয়ে মসজিদের রূপ ফিরে পেল আয়া সোফিয়া

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ১০ জুলাই তুরস্কের এক শীর্ষ আদালত আয়া সোফিয়া জাদুঘরকে পুনরায় মসজিদে রূপান্তরিত করার রায় ঘোষণা করে। আজ জুমার নামাজের মধ্যে দিয়ে তার অবসান ঘটল দীর্ঘ ৮৩ বছর পর ফের এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ নামাজ আদায় করলেন। এইদিনে হাজার হাজার মুসল্লি নামাজ পড়তে আসেন।

আয়া সোফিয়ায় আজ জুমার আগে তুর্কি প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান কুরআন তিলাওয়াত করেন। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদ সহ আশে পাশে চত্বরে জুমার নামাযে অংশ নিয়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। আয়া সোফিয়া মসজিদে নামাজ আদায় করার জন্য ৩ জন ইমাম ও আজান দেওয়ার জন্য ৫ জন মুয়াজ্জিন নিয়োগ করেন তুরষ্কের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

উল্লেখ্য , দেশি-বিদেশি পর্যটকদের জন্য তুরস্কের সর্বাধিক দর্শনীয় স্থান গুলির মধ্যে আয়া সোফিয়া অন্যতম। ইস্তাম্বুল বিজয়ের আগে পর্যন্ত ৯১৬ বছর আয়া সোফিয়া গির্জা ছিল। ১৪৫৩ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত প্রায় ৫০০ বছর মসজিদ ছিল।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!