Friday, November 22, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

হাতে পিস্তল, ভাষা হিন্দী, বিজেপির নবান্ন অভিযানে বহিরাগত যোগ! দাবি পুলিশের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানে অশান্তি চরমে। কার্যত রণক্ষেত্র হয়ে উঠে কলকাতা-হাওড়ার বিস্তীর্ণ এলাকা। এরই মাঝে হাওড়া ময়দান থেকে যে মিছিলটি নবান্নের দিকে আসছিল, সেই মিছিলের এক বিজেপি কর্মীর কাছ থেকে উদ্ধার হল অস্ত্র! গ্রেফতার হওয়ার ওই ব্যক্তি হিন্দী ভাষী। আর এখানেই উঠছে প্রশ্ন। পুলিশের দাবি নবান্ন অভিযানে বহিরাগত যোগ রয়েছে বিজেপির।

যদিও গ্রেফতার হওয়া বলবিন্দর সিং নামে ওই যুবক বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্যের সঙ্গে ছিলেন দাবি করেছেন হাওড়ার পুলিশ সুপার কুণাল আগরওয়াল। পিস্তল-সহ ওই যুবককে গ্রেফতার করেছেন আসানসোলের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার তথাগত পাণ্ডে। যদিও পুলিশের এই দাবি সর্বৈব মিথ্যা বলে দাবি করেছেন বিজেপি নেতৃত্ব।

তবে, বিজেপির এই মারমুখী নবান্ন অভিযানের কারণে গেরুয়া শিবিরকে ‘সন্ত্রাসবাদী’ বলে আক্রমণ শানিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

 

Leave a Reply

error: Content is protected !!